হবিগঞ্জে পাসপোর্ট সেবা কার্যক্রমে স্বচ্ছতা আনতে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার (২৭ জুলাই) বিকেলে জেলা সদরের শায়েস্তানগরে পাসপোর্ট অফিসের সামনে এই অভিযান পরিচালিত হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত দালাল সাচ্চু মিয়াকে (৩৫) হাতেনাতে আটক করা হয়। তিনি সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সাচ্চু মিয়া সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। পাসপোর্ট সহজে করে দেওয়ার প্রলোভনে নানা অজুহাতে টাকা হাতিয়ে নিতেন তিনি। নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে অসহায় মানুষকে বিভ্রান্ত করতেন এবং অবৈধ উপায়ে কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দিতেন।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাচ্চু মিয়াকে পাসপোর্ট অফিস চত্বরে আটক করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থার জন্য হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ একেএম সাহাব উদ্দিন আলম শাহীন জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
অভিযানের পর সাধারণ মানুষ সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাসপোর্ট অফিসের দালালদের দৌরাত্ম্য দীর্ঘদিনের সমস্যা। তারা এসব চক্রের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি চান, যাতে ভবিষ্যতে কেউ সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে।
এ সময় সেনাবাহিনী পাসপোর্ট অফিসে উপস্থিত সেবাপ্রত্যাশীদের সচেতন করে দালালদের সম্পর্কে সতর্ক করে দেন এবং সরকারি নিয়মে সরাসরি সেবা গ্রহণের আহ্বান জানান। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইন বলেন, “আমরা দালাল নির্মূলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সেনাবাহিনীর এমন অভিযানে আমাদের কার্যক্রম আরও শক্তিশালী হবে।”