ছুটিতে দেশে এসে ট্রেন দুর্ঘটনায় প্রবাসী নিহত

Expatriate killed in train accident while returning home on vacation

বগুড়ার সান্তাহার রেলগেটে ট্রেনের ধাক্কায় নাছিম আহমেদ জয় (৩১) নামে এক যুক্তরাষ্ট্রপ্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিম আহমেদ জয় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ চকসোনার গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে। তিনি ১০ দিন আগে যুক্তরাষ্ট্র থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় সকালে মোটরসাইকেল নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। দুপুরে সান্তাহার রেলগেট অতিক্রম করার সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছায়। এ সময় গেটম্যানরা সতর্ক সংকেত দিলেও তিনি তা উপেক্ষা করে রেললাইন পার হতে যান। ট্রেনের ধাক্কায় তার মাথা, চোখ ও মুখ মারাত্মকভাবে থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর দায়িত্বে থাকা গেটম্যান শুভ ও পারভেজ পালিয়ে যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রেললাইন পার হওয়ার সময় মোটরসাইকেল আরোহী জয় দুর্ঘটনার শিকার হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize