বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

Passenger detained with foreign currency at airport

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। এভসেক, কাস্টমস, ডিজিএফআই ও এনএসআই’র যৌথ অভিযানে রবিবার (২৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। সোমবার (২৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

আটক যাত্রীর নাম মো. আব্দুল মাজিদ, তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কাবুলিপাড়া এলাকার বাসিন্দা। রবিবার রাত ৮টায় এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ যাওয়ার কথা ছিল তার। সন্দেহজনক আচরণের কারণে নিরাপত্তাকর্মীরা তার শরীর তল্লাশি করলে তার সঙ্গে বৈদেশিক মুদ্রা বহনের বিষয়টি ধরা পড়ে।

পরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে আনা হলে, সংশ্লিষ্ট সংস্থার উপস্থিতিতে তার ব্যাগ তল্লাশি করে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিরহাম, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি রিয়াল এবং ৩৬ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। এসব মুদ্রার মোট মূল্য প্রায় ২২ লাখ টাকা।

ঘটনার পর আটক যাত্রীকে ডিপারচার ম্যানিফেস্ট অনুযায়ী গ্রেপ্তার দেখিয়ে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize