বেড়েছে রে‌মিট্যান্স প্রবাহ, ২৬ দিনে এলো ২৩৫৮৩ কোটি টাকা

Remittance flow increased, tk 23,583 crore arrived in 26 day

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১.৯৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি মাসের বাকি দিনগুলোতেও রেমিট্যান্সের এই গতি অব্যাহত থাকলে জুলাইয়ের শেষ নাগাদ প্রবাসী আয় ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সরকার হুন্ডি প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে প্রণোদনা, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দেওয়া এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন। এসব পদক্ষেপের ফলেই প্রবাসী আয়ের প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।

এর আগে গত জুন মাসে প্রবাসীরা দেশে ২.৮২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। এটি চলমান অর্থনীতির জন্য বেশ স্বস্তিদায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার। ইতিহাসের সর্বোচ্চ এই রেমিট্যান্স দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ডলার সরবরাহে দৃঢ়তা আনছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize