যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার অর্ডার দিয়েছে বাংলাদেশ

Bangladesh orders 25 boeing aircraft from us

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রোববার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। এর আগে ১৪টি কেনার পরিকল্পনা থাকলেও সেটি বাড়িয়ে ২৫ করা হয়েছে।” সচিব আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে এয়ারক্রাফট ছাড়াও তুলা, সয়াবিন ও গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহবুবুর রহমান বলেন, “বোয়িং কোম্পানি সরাসরি মার্কিন সরকারের অধীন নয়। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের অর্ডার দেওয়ার পর তারা তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী সরবরাহ করবে। এ প্রক্রিয়ায় কিছু সময় লাগবে এবং হয়তো আগামী এক-দু’বছরের মধ্যে কিছু উড়োজাহাজ পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, “বিমান বহর সম্প্রসারণ আমাদের পূর্বপরিকল্পনার অংশ। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক হ্রাস সংক্রান্ত আলোচনার অংশ হিসেবে বিষয়টি পুনরায় গুরুত্ব পাচ্ছে।”

এদিকে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্ক কমাতে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে সোমবার একটি সরকারি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বলেও জানান বাণিজ্য সচিব।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize