৩৩ লাখ টাকায় বাংলাদেশীরা পাবেন দুবাইয়ের গোল্ডেন ভিসা

Dubai's crown prince gives good news about golden visa

সংযুক্ত আরব আমিরাতে বসবাসের সুযোগ মিলছে নতুন একটি ভিসা নীতির আওতায়। এতদিন পর্যন্ত আমিরাতে গোল্ডেন ভিসা পেতে হলে কমপক্ষে ২ মিলিয়ন দিরহাম (প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) বিনিয়োগ করতে হতো। তবে এখন ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা, যার জন্য বড় বিনিয়োগের প্রয়োজন নেই।

এই নতুন ভিসা পেতে ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) সরকারি ফি প্রদান করতে হবে। রায়াদ গ্রুপ নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ ও ভারতে মনোনয়ন প্রক্রিয়া পরিচালনা করছে। আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে—অর্থপাচার, অপরাধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা দিক বিবেচনায় নেওয়া হবে।

সরকারিভাবে মনোনীত হলে আবেদনকারীরা নিজ দেশ থেকে প্রাথমিক অনুমোদন নিয়ে দুবাই গিয়ে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ভিসার আবেদন জমা দেওয়া যাবে ওয়ান ভাস্কো সেন্টার, রায়াদ গ্রুপের অনলাইন পোর্টাল বা কল সেন্টারের মাধ্যমে।

এই ভিসার অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি স্থায়ী এবং সম্পত্তি বিক্রির সঙ্গে বাতিল হয় না। মনোনীত ব্যক্তি পরিবারসহ দুবাইতে স্থায়ীভাবে বসবাস, ব্যবসা পরিচালনা, কর্মচারী নিয়োগসহ নানা সুবিধা ভোগ করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize