জয়কে সভাপতি করে দল পুনর্গঠনের পথে আ. লীগ

A. league on the path to party reorganization with joy as president

আওয়ামী লীগের নেতৃত্ব কাঠামো নিয়ে চলমান অনিশ্চয়তা ও আলোচনা নতুন মাত্রা পেয়েছে, যখন গুঞ্জন উঠেছে যে দলটির ভবিষ্যৎ সভাপতি হিসেবে সজীব ওয়াজেদ জয়ের নাম বিবেচনায় রয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাতে এমন খবর ঘুরছে রাজনৈতিক মহলে, যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি।

দলটির দীর্ঘদিনের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্তরাধিকার হিসেবে জয়কে সামনে আনার বিষয়টি ঘিরে দলীয় অভ্যন্তরে মতভেদ রয়েছে বলে জানা গেছে। দলের সংস্কারপন্থী অংশের মধ্যে অনেকেই জয়ের রাজনৈতিক সম্পৃক্ততা ও অভিজ্ঞতার ঘাটতির বিষয়ে প্রশ্ন তুলেছেন।

সজীব ওয়াজেদ জয় মূলত তথ্যপ্রযুক্তি উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগের সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, সরাসরি রাজনীতিতে তার সম্পৃক্ততা সীমিত। এছাড়া অতীতে তার কিছু মন্তব্য ও অবস্থান দলীয় অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল, যা এখনো আলোচনা ও সমালোচনার বিষয় হয়ে আছে।

বর্তমানে দলটি নেতৃত্বের সংকট ও আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলো ২০২৫ সালের জুলাইয়ের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে। এসব প্রসঙ্গে শেখ হাসিনার নামও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রতিবেদন ও রাজনৈতিক আলোচনায়।

এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল ও নেতৃত্ব নির্বাচনে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা বেড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে সজীব ওয়াজেদ জয়ের সম্ভাব্য ভূমিকাকে কেন্দ্র করে দলীয় পর্যবেক্ষণ ও আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া নিশ্চিত করে কিছু বলা সময়োচিত নয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize