পেটে ইয়াবা বহন করে দেশের নানা প্রান্তে সরবরাহ করতেন কাজল

Kajal used to carry yaba in her stomach and deliver it to different parts of the country.

দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় ইয়াবা বহন করে সারাদেশে মাদক সরবরাহ করে আসছিলেন মো. কাজল (৪০) নামের এক পেশাদার মাদক কারবারী। শরীরের বিভিন্ন অংশে, এমনকি পেটের ভেতরে ক্যাপসুল আকারে ইয়াবা লুকিয়ে তিনি তা দেশের বিভিন্ন বড় শহরে সরবরাহ করতেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারির ফাঁদে এবার আর পার পেলেন না তিনি।

গত শুক্রবার (২৫ জুলাই) রাতে চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাজল কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া এলাকার বাসিন্দা ও মৃত নুর মোহাম্মদের ছেলে।

চাটখিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান জানান, কাজল পেটের ভেতরে ইয়াবা বহনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিলেন। গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশি ও বিশেষ পর্যবেক্ষণে পায়ুপথে মোট ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে কাজল স্বীকার করেন, তিনি একাধিকবার এই কৌশলে ইয়াবা পরিবহন করেছেন। মূলত তিনি কক্সবাজার-টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করতেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ বলেন, “মাদক কারবারীরা বর্তমানে নজরদারি এড়াতে নানা রকম কৌশল নিচ্ছে। তবে প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির কারণে এসব অপরাধী ধরা পড়ছে।” তিনি আরও জানান, কাজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize