যাত্রীর সঙ্গে দুজনের বেশি ঢুকতে পারবে না শাহজালাল বিমানবন্দরে

A maximum of two people per passenger will be allowed to enter the airport

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে আসা স্বজনদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হওয়া এ নিয়ম অনুযায়ী, একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তিই শুধু ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশ করতে পারবেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীবহনকারী যানবাহনের কারণে বিমানবন্দর এলাকায় যানজট বৃদ্ধি, যাত্রী চলাচলে বিঘ্ন এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছিল। তাই যাত্রীর সঙ্গে আগত দর্শনার্থীর সংখ্যা সীমিত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১ লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। বিমানবন্দর ব্যবহার করছেন বছরে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী। প্রতিদিন পরিচালিত হচ্ছে ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট। এই বিপুল যাত্রীর চাপ সামলাতে নিয়ম শিথিলের বদলে কঠোরতাই পথ বলে মনে করছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টদের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীসেবায় শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize