সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত, একজনের মরদেহ ভারতে

Bsf 2

ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের একজনের মৃত্যু হয় ফেনী সদর হাসপাতালে, অন্যজনের মরদেহ বর্তমানে ভারতের বিলোনিয়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতরা হলেন—পরশুরাম পৌরসভার বাসপদুয়া গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে জাকির হোসেন মিল্লাত এবং গাছি মিয়ার ছেলে মোহাম্মদ লিটন (৩২)। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আফসার নামে আরও একজন, যিনি একই এলাকার পেয়ার আহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবার দাবি করছে, তারা মাছ ধরতে সীমান্তে গিয়েছিলেন। তবে অন্য একটি সূত্র বলছে, তারা চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন। বিএসএফ এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায়। মিল্লাত গুলিবিদ্ধ হয়ে ফেনী সদর হাসপাতালে মারা যান, আর লিটনের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত মিল্লাতের মা পারভিন আক্তার বলেন, “আমার ছেলে নিরীহ, মাছ ধরতে গিয়েছিল। বিএসএফ তাকে মেরে ফেলেছে।”

এ বিষয়ে বিজিবি ফেনীর অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন জানিয়েছেন, সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করায় বিএসএফ গুলি চালায়। এ ঘটনায় একজন নিহত, একজনের মরদেহ ভারতে, এবং একজন গুরুতর আহত। বিষয়টি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize