নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েছ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ২০ জুলাই দুবাইয়ে গ্রেপ্তার হন। দুবাই পুলিশের সহযোগিতায় বাংলাদেশ পুলিশের একটি দল তাকে দেশে ফিরিয়ে আনে। ২১ জুলাই নরসিংদীর আদালতে হাজির করা হলে মহসিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পিবিআই সূত্র জানায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে শিবপুরের নিজ বাসায় হামলার শিকার হন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান। মহসিন মিয়াসহ আরও দুইজন সশস্ত্র অবস্থায় বাসায় প্রবেশ করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯৪ দিন পর ৩১ মে তার মৃত্যু হয়।
আরও পড়ুন
ওই ঘটনার পরপরই নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয় এবং মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই। তদন্তে দেখা যায়, ঘটনার সঙ্গে মহসিন মিয়াসহ বেশ কয়েকজন জড়িত। তিনি ঘটনার পরপরই বিদেশে পালিয়ে যান। ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশের সহযোগিতায় অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
এ মামলায় এখন পর্যন্ত মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও মদতদাতাদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।