প্রবাসীকে জিম্মি করে মালামাল লুট, গ্রেপ্তার ৩

3 arrested for looting goods by holding expatriate hostage

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় প্রবাসীকে মারধর ও লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা পাসপোর্ট, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র এবং ফ্লাইট টিকিট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মৌলানা সালেহ আহমেদের ছেলে মোহাম্মদ আজম উদ্দীন (৩৮), বর্তমানে চাঁন্দগাঁও থানার মোহরা কালুরঘাট এলাকায় বসবাসরত কক্সবাজারের মোঃ সিরাজুল হকের ছেলে মোঃ তারেক রহমান ওরফে তারেক (২৩), এবং বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার আমিরুজ্জামানের ছেলে জসিম (৪৭)।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই খুলশী থানাধীন বেবী সুপার মার্কেট এলাকার সামনে আব্দুল রাজ্জাক নামের এক দুবাই প্রবাসীকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালঙ্কার (দুটি বালা), ৫০ হাজার টাকার ল্যাপটপ এবং ৬২ হাজার টাকার আইফোন ১২ প্রো ম্যাক্স ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত।

ভুক্তভোগী এরপর খুলশী থানায় মামলা দায়ের করলে, মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর-দক্ষিণ) টিম-৫ এর উপপরিদর্শক মো. মহিউদ্দীন রাজুর নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ডিবি জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ছিনতাইকৃত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের এ তৎপরতায় এলাকার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize