ডেনমার্কের ভিসা সংক্রান্ত প্রতারণার ঘটনা বাড়ছে উল্লেখ করে এ বিষয়ে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাস। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, বাজারে বর্তমানে ডেনমার্কের ভুয়া বা জাল ভিসা ছড়িয়ে পড়েছে। এতে আবেদনকারীরা প্রতারিত হওয়ার পাশাপাশি তাদের আবেদনও বাতিল হতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিসা বা ওয়ার্ক পারমিটের জন্য কোনো এজেন্ট বা ভিসা প্রসেসিং কোম্পানির মাধ্যমে আবেদন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে। অনেক ক্ষেত্রেই আবেদনকারীরা জাল ভিসা হাতে পাচ্ছেন অথবা তাদের আবেদন গ্রহণই করা হচ্ছে না।
আরও পড়ুন
দূতাবাস আবেদনকারীদের উদ্দেশে পরামর্শ দিয়েছে, সঠিক ও নির্ভরযোগ্য পদ্ধতির মাধ্যমে আবেদন করার জন্য। ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে অনলাইনে ফি জমা দিতে হবে এবং এরপর নির্ধারিত ভিএফএস গ্লোবাল সেন্টারে গিয়ে আবেদনপত্র ও বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে।
এছাড়া, আবেদনকারীর যোগাযোগের জন্য দেওয়া মোবাইল নম্বরটি তার নিজের হতে হবে বলেও উল্লেখ করেছে দূতাবাস। এ বিষয়ে অন্য কারও নম্বর ব্যবহার করলে জালিয়াতির সন্দেহ দেখা দিতে পারে।
ডেনমার্ক দূতাবাস আরও পরিষ্কার করে জানিয়েছে, তাদের কোনো অনুমোদিত এজেন্ট বা তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তি নেই। শুধুমাত্র ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা পড়া আবেদনই তারা গ্রহণ করে। তাই প্রতারণা এড়াতে সবাইকে সচেতন থেকে যথাযথ নিয়ম অনুসরণ করে আবেদন করার আহ্বান জানিয়েছে দূতাবাস।