সুখবর, ভিসা ছাড়াই ৩৯টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Bangladesh passport

বিশ্বের পাসপোর্ট র‍্যাংকিংয়ে তিন ধাপ অগ্রগতি লাভ করেছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত সাম্প্রতিক হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ২০২৫ সালের সর্বশেষ তথ্যে বাংলাদেশ ৯৭তম স্থান থেকে উঠে এসেছে ৯৪তম অবস্থানে। এই সূচক বিশ্বব্যাপী ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা বিশ্লেষণ করে তৈরি করা হয়।

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। এসব দেশের তালিকায় রয়েছে ভুটান, বলিভিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, কেনিয়া, বাহামা, জামাইকা, মোজাম্বিক, ফিজি, সিশেলস, পূর্ব তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, গাম্বিয়া ও আরও অনেকে। কিছু দেশে অন-অ্যারাইভাল সুবিধা থাকলেও কিছু ক্ষেত্রে ই-ভিসা গ্রহণ বাধ্যতামূলক।

এদিকে, এবারের সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা এখন ১৯৩টি দেশে কোনো আগাম ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। গত বছর এই শীর্ষস্থান ভাগাভাগি করেছিল ছয়টি দেশ— ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন।

বিশ্বায়নের এই যুগে ভ্রমণ স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের পাসপোর্ট র‌্যাংকিংয়ে এই উন্নতি প্রবাসী ও পর্যটকদের জন্য আশার আলো হয়ে এসেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক সম্পর্ক ও পররাষ্ট্র নীতিতে ইতিবাচক অগ্রগতির ফলে ভবিষ্যতে বাংলাদেশ আরও বেশি দেশের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পেতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize