সড়কে ট্রলি চাপায় সৌদি প্রবাসী নিহত

Saudi expatriate killed after being hit by trolley on road

নড়াইলের কালিয়া-গোপালগঞ্জ সড়কে ট্রলির চাপায় সৌদি প্রবাসী রুবেল মোল্লা (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী রাসেল গুরুতর আহত হয়েছেন।

নিহত রুবেল মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আক্কাস মোল্লার ছেলে। আহত রাসেল খুলনার দিঘলিয়া উপজেলার কেটলা গ্রামের বাসিন্দা ও মাসুদ মোল্লার ছেলে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, রুবেল মাত্র ১৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। বৃহস্পতিবার দুপুরে তিনি তাঁর শ্যালক রাসেলকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি ইট বোঝাই ট্রলি তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই রুবেল মারা যান। স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, নিহত রুবেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize