কুষ্টিয়ার কুমারখালীতে এক হংকং প্রবাসীর বাড়িতে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম (৪২) জানান, বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে তার তিনতলা বাড়িতে অতর্কিতে হামলা চালায় একদল অস্ত্রধারী।
ঘটনাটি ঘটে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের আতিয়ার রহমান বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকার প্রবাসী শরিফুল ইসলামের বাসায়। কুমারখালী থানা পুলিশ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন
শরিফুল ইসলাম জানান, তিনি প্রায় ১১ বছর ধরে হংকংয়ে প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। দেশে ফেরার পর থেকেই স্থানীয় একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় বুধবার রাতে ১৫-২০ জনের একটি দল তার বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে প্রথমে মারধর করে এবং পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা নগদ প্রায় ১৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন শরিফুল। হামলাকারীদের অনেকে মুখ ঢেকে এলেও তিনি কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন। মামলার পর নাম-পরিচয় প্রকাশ করবেন বলে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এছাড়া উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান, ভাঙচুরের চিহ্ন স্পষ্ট এবং প্রবাসী শরিফুল ইসলাম মৌখিকভাবে লুটপাটের অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।