পুলিশি তল্লাশিতে বোরকা খুলতেই মেয়ে হয়ে গেল ছেলে!

A girl turned into a boy after she took off her burqa during a police search!

কক্সবাজারের টেকনাফে অভিনব কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিতে গিয়ে শেষ রক্ষা হয়নি এক রোহিঙ্গা যুবকের। বোরকা ও মোজা পরে নারীর ছদ্মবেশ ধারণ করে ক্যাম্পে ঢোকার সময় শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে বোরকা পরিহিত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। কথাবার্তায় অসামঞ্জস্য ধরা পড়লে তাকে তল্লাশি করা হয় এবং পরে জানা যায়, তিনি আসলে একজন পুরুষ।

Tss 20250724 112328259

আটক ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর বাসিন্দা ফরিদ আহমেদের ছেলে রশিদ আহমদ (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কোনো অপরাধমূলক উদ্দেশ্যে ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অপহরণসহ অন্যান্য অপরাধের পরিকল্পনা নিয়ে তিনি ছদ্মবেশে বাইরে বের হয়েছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, নিয়মিত চেকপোস্ট তল্লাশির সময় সন্দেহজনক আচরণ করে ওই ব্যক্তি পুলিশের নজরে পড়েন। পরে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর আটক করা হয়। তিনি আরও জানান, ওই যুবক বোরকার নিচে পা ঢাকতে মোজাও পরেছিলেন যাতে সম্পূর্ণরূপে নারীর ছদ্মবেশে থাকা যায়।

আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ বলছে, ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তা রক্ষায় তারা আরও তৎপর থাকবে এবং এ ধরনের ছদ্মবেশী তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize