বিমানবন্দরে প্রবাসীর মৃত্যু

Expatriate dies at airport

আবুধাবি ফেরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন চট্টগ্রামের প্রবাসী মো. লেয়াকত (৫৫)। কিন্তু প্রিয় কর্মস্থলে আর ফেরা হলো না তার। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ইমিগ্রেশন কক্ষে প্রবেশ করার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন লেয়াকত। কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত কর্তৃপক্ষ ও চিকিৎসা কর্মীরা তাৎক্ষণিক সহায়তা দিলেও শেষ রক্ষা হয়নি।

মো. লেয়াকত চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকার ফতে আলী মুন্সিবাড়ির বাসিন্দা এবং মৃত আহমদ হোসেনের ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ছয় মাস আগে দেশে এসে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

লেয়াকতের চাচাতো ভাই গোলাম মোস্তফা জানান, দেশে অবস্থানকালে তিনি আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু ফ্লাইট ধরার ঠিক আগে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে চিকিৎসকদের চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

পরদিন বুধবার সকাল ১১টায় গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize