পাসপোর্ট অফিসে দালাল চক্রের ১৩ সদস্যকে কারাদণ্ড

13 members of passport office broker gang sentenced to prison

রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে ১৩ জন দালালকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু জানান, প্রতারণার নতুন নতুন কৌশল অবলম্বন করে সাধারণ মানুষকে ঠকিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ দালাল চক্র। আগারগাঁও পাসপোর্ট অফিস এবং পার্শ্ববর্তী ব্যাংক এলাকায় এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল।

এই চক্রের সদস্যরা পাসপোর্ট আবেদনকারীদের ফরম পূরণ, সত্যায়ন, কাগজ ঘাটতির অজুহাত, এমনকি ভুয়া নথি তৈরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করত। তারা দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত আদায় করত। আবেদনকারীরা রাজি না হলে বারবার বিরক্ত করে হয়রানি চালানো হতো।

যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তবুও দালালদের কর্মকাণ্ড থেমে থাকেনি। সাধারণ মানুষের অভিযোগ এবং ধারাবাহিক হয়রানির পরিপ্রেক্ষিতে র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আজকের এই অভিযান পরিচালনা করে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক ১৩ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই করে দোষী সাব্যস্ত করা হয় এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। র‍্যাব-২ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize