ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এর কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই কর্মসূচিটি ১৯৭১ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত হওয়ার কথা ছিল।
দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। এক শোকবার্তায় তিনি হতাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে হাইকমিশনে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।
এদিকে, মালদ্বীপে বিএনপির শাখা নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। দোয়া অনুষ্ঠানে মালদ্বীপে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
আরও পড়ুন
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মালদ্বীপে থাকা বিভিন্ন দেশের অধিবাসীদের মধ্যেও শোকের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই দুর্ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
প্রবাসীরা দাবি করছেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।