টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াঘাড়া এলাকায় ধানক্ষেতের আইলের ওপর থেকে ফিরোজ মিয়া (৪৮) নামের ওই প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফিরোজের মাথায় ছিল রক্তাক্ত আঘাতের চিহ্ন।
ফিরোজ মিয়া একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। চার মাস আগে মালয়েশিয়া থেকে তিনি দেশে ফেরেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির পাশের ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, সোমবার রাতের কোনো এক সময়ে ফিরোজকে হত্যা করা হয়।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করে জানান, ফিরোজের সঙ্গে একই এলাকার আরেক প্রবাসীর স্ত্রীর সম্পর্কের গুঞ্জন ছিল। ধারণা করা হচ্ছে, এই সম্পর্ককে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
আরও পড়ুন
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয়দের মধ্যে ফিরোজের মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও দোষীদের গ্রেপ্তারে সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে।