শক্তিশালী পাসপোর্টের র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

Bangladesh moves up three places in powerful passport ranking

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর তালিকায় বাংলাদেশ সামান্য অগ্রগতি অর্জন করেছে। হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত পাসপোর্ট ইনডেক্সের সাম্প্রতিক হালনাগাদ অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি এসে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে এখন রয়েছে ৯৪তম স্থানে। গত বছর এই অবস্থান ছিল ৯৭তম।

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। হেনলি পাসপোর্ট ইনডেক্স মূলত বৈশ্বিক ভিসা-মুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া দেশগুলোর ভিত্তিতে এই র‍্যাংকিং তৈরি করে।

Passport 20250108195537

২০২৫ সালের এই তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন, যা এককভাবে সর্বোচ্চ। গত বছর যৌথভাবে শীর্ষে থাকলেও এবার অন্যান্য দেশগুলো কিছুটা পিছিয়ে পড়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তাদের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। তৃতীয় অবস্থানে থাকা সাতটি দেশ হলো— ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন; এই দেশগুলোর নাগরিকরা ১৮৯টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা পান।

হেনলি ইনডেক্সে পঞ্চম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে গ্রিস, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কিছু দেশ। ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নিয়ে এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনারস, যা বিশ্বের বিভিন্ন দেশের ভিসা শক্তির একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize