বিএনপি নেতা পরিচয়ে চাঁদা দাবি, না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম

Expatriate hacked to death after being asked to pay extortion money in the name of bnp leader

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাঁদার টাকা না দেওয়ায় এক প্রবাসীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন ওই প্রবাসী সামদানী। হামলায় বাধা দিতে গেলে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা তৌহিদ মিয়াও আহত হন। ঘটনাটি ঘটে গত বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নে। আহত সামদানী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত প্রবাসীর বাবা রহিছ মিয়া গত ২১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার এজাহার এবং স্থানীয় সূত্রে জানা যায়, রকিব মিয়া নামের এক ব্যক্তি নিজেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে সরকার পতনের পর থেকেই এলাকায় নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও ভয়ে কেউ মুখ খুলতেন না।

স্থানীয় বিএনপি নেতা ও রকিবের চাচাতো ভাই তৌহিদ মিয়া জানান, তিনি রকিবকে একাধিকবার এসব কাজ থেকে বিরত থাকতে বলেন। এরই মধ্যে সৌদি আরব থেকে দেশে ফেরেন প্রবাসী সামদানী। দেশে ফেরার পর রকিব ও তার সহযোগীরা সামদানীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রবাসী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে কুপিয়ে আহত করা হয়। বাধা দিতে গেলে তৌহিদ মিয়াও হামলার শিকার হন।

আহত তৌহিদ মিয়া বলেন, “সরকার পতনের পর দলের নাম ভাঙিয়ে রকিব এলাকায় চাঁদাবাজি করছে। আমি বহুবার নিষেধ করেছি। এবার প্রবাসীর কাছে টাকা দাবি করে তাকে কুপিয়েছে, আমাকেও রেহাই দেয়নি। এরা দলের ভাবমূর্তি নষ্ট করছে। চাঁদাবাজদের বিএনপিতে কোনো জায়গা নেই।”

এ বিষয়ে অভিযুক্ত রকিব মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, আদালতে মামলা দায়ের হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize