রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। বার্ন ইউনিটে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং দগ্ধ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধপত্র পাঠানো হচ্ছে ঢাকা। মঙ্গলবার রাতেই এই মেডিকেল টিম ঢাকায় পৌঁছাবে বলে জানানো হয়েছে।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, চিকিৎসকদল পাঠানোর পাশাপাশি উন্নত মেডিকেল ইকুইপমেন্টও পাঠানো হচ্ছে। প্রয়োজনে পরবর্তীতে আরও চিকিৎসক ও নার্স পাঠানো হবে।
বিমান দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ফোনে কথা বলেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন। একই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং জানান, এ সংকটময় সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে।
আরও পড়ুন
ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ চলছে। বাংলাদেশ সরকার ভারতকে জানিয়েছে, আহতদের অধিকাংশই দগ্ধ হয়েছেন এবং এ ধরণের রোগীর উন্নত চিকিৎসার জন্য অভিজ্ঞ বার্ন বিশেষজ্ঞ, সরঞ্জাম ও ওষুধ অত্যন্ত প্রয়োজন। ভারত সে অনুযায়ী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে।
দু’দেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রাথমিক চিকিৎসক দলের পর আরও ডাক্তার ও নার্স পাঠানোর পরিকল্পনা রয়েছে। চিকিৎসা সহায়তা ছাড়াও এই উদ্যোগকে দুই দেশের মাঝে মানবিক সম্পর্কের একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
যদিও সাম্প্রতিক সময় পর্যন্ত বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা কূটনৈতিক শীতলতা লক্ষ্য করা যাচ্ছিল, তবে এমন সংকটকালে ভারতের সহানুভূতিশীল ও তাৎক্ষণিক সহায়তা দু’দেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।