রেমিট্যান্স যোদ্ধা দিবসের অনুষ্ঠান স্থগিত

Remittance warriors day celebrations postponed

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থীসহ বহু হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শোকাবহ পরিস্থিতিকে সম্মান জানিয়ে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এর অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন এক বার্তায় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৩ জুলাই অনুষ্ঠেয় ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-সংক্রান্ত সব আয়োজন আপাতত স্থগিত রাখা হয়েছে।

এর আগে, উত্তরার ব্যস্ত এলাকায় প্রশিক্ষণ চলাকালীন সময়ে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিদ্যালয় ভবনে আঘাত হানে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী প্রাণ হারান এবং অনেকেই গুরুতর আহত হন। দুর্ঘটনার ভয়াবহতা ও দেশজুড়ে শোকের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালনের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই জাতীয় অনুষ্ঠান স্থগিত থাকবে।

উল্লেখ্য, ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের প্রস্তুতি চলছিল। কিন্তু জাতীয় শোকাবহ পরিস্থিতিতে সরকারিভাবে এমন অনুষ্ঠান বন্ধ রাখার উদ্যোগকে অনেকেই সময়োচিত বলছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize