সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া

Students protest in front of the secretariat, chase and counter chase

শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন। একপর্যায়ে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ শুরু হয়। এতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডি এলাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

Student

বিক্ষোভের কারণে সচিবালয়ের সব প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে আশপাশের এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডির বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। একইসঙ্গে রাজধানীর মিরপুর ও মগবাজারের শিক্ষার্থীরাও বিভিন্ন দলে ভাগ হয়ে শিক্ষা বোর্ডের দিকে রওনা দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গভীর রাতে পরীক্ষার সময়সূচি হঠাৎ স্থগিত করায় তারা ক্ষুব্ধ ও হতাশ। তারা মনে করেন, শিক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে এমন দায়িত্বহীনতা অগ্রহণযোগ্য। তাই শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তারা শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবি করছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize