ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে মিম আক্তার (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে শ্বশুরবাড়ির ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিম আক্তার সৌদি আরবপ্রবাসী হৃদয় গাজীর স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, দেড় বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে হৃদয় গাজীর সঙ্গে মিম আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে হৃদয় দেশে ফিরে আসেননি। মিমের শ্বশুর ঢাকায় থাকেন এবং শাশুড়ি চিকিৎসার জন্য কিছুদিন আগে ঢাকায় গেছেন। ফলে ঘটনার সময় মিম বাড়িতে একাই ছিলেন।
আরও পড়ুন
রবিবার রাত ১০টার দিকে মিম রাতের খাবার শেষে তার ননদের মেয়ে আনিসাকে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান। সোমবার ভোরে আনিসা ঘুম থেকে উঠে মামীকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হলেও, বিস্তারিত তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।