শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন।
এর আগে দুপুরের পর থেকে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবি ছিল শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ। বিক্ষোভে জনসমাগম বাড়তে থাকলে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন
এ পরিস্থিতিতে সচিবালয়ের সামনের প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, যার প্রভাব পড়ে আশপাশের এলাকাতেও। ট্র্যাফিক জট এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় আশু সমাধান না থাকায়।
বিকেল পৌনে ৪টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা পার্কিং এলাকায় রাখা বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সচিবালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের দায়িত্ব নিরূপণে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।