সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় সীমান্ত পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে তারা ভারতীয় ভূখণ্ডে ঢুকে বালু উত্তোলন করছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমা অতিক্রম করে নদীর ভারতীয় অংশে কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এ সময় চেলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। আটক ব্যক্তিরা বর্তমানে ওই ক্যাম্পেই অবস্থান করছেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, তিনি ঘটনাটি সম্পর্কে শুনেছেন, তবে আটক শ্রমিকদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
বিজিবির সিলেট ব্যাটালিয়ন-৪৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, চেলা নদীর ভারতীয় অংশ থেকে বালু উত্তোলনের সময় বিএসএফ শ্রমিকদের আটক করেছে। তাদের মুক্তির জন্য বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যেই এ ধরনের অনুপ্রবেশ ও আটকের ঘটনা ঘটে থাকে। স্থানীয়দের মতে, সীমান্তে সচেতনতা ও নজরদারি না বাড়ালে এমন ঘটনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।