রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রুল জারি করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। রুলে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যথাযথ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তার দিকেও গুরুত্বারোপ করা হয়।
এর আগে রিট আবেদনে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান ও অন্যান্য বিমান উড্ডয়ন নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি, বিমানবাহিনীর অধীনে কতগুলো ত্রুটিপূর্ণ বিমান রয়েছে এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ কীভাবে হচ্ছে, সে সম্পর্কেও ব্যাখ্যা দিতে বলা হয়।
আরও পড়ুন
রিটে আরও উল্লেখ করা হয়, মাইলস্টোন স্কুলে আহত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা নিতে হবে। রিটকারীরা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই স্কুল ভবন ও বিমানটিতে আগুন ধরে যায়। ভবনে তখন অসংখ্য শিক্ষার্থী অবস্থান করছিল, যাদের অধিকাংশই হতাহত হয়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, যার মধ্যে ২৫ জনই স্কুলশিশু। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও অনেক আহত শিক্ষার্থী ও শিক্ষক।