মাইলস্টোনে যুদ্ধবিমানের পর বাংলাদেশ বিমানের ফ্লাইটে চাকা ত্রুটি

Biman flight returns to dhaka after engine failure after takeoff

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা রুটের ফ্লাইট বিজি-২৩৬ চাকার লিক ধরা পড়ায় ২৪ ঘণ্টা বিলম্বিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্লাইটটি সিলেট হয়ে জেদ্দার উদ্দেশে যাত্রা শুরু করে। সিলেট থেকে উড্ডয়নের পর বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের উড়োজাহাজটির একটি চাকায় সমস্যা ধরা পড়ে। বিষয়টি জানিয়ে ক্যাপ্টেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বিমানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তখন ফ্লাইটটি জেদ্দা পর্যন্ত চালিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।

জেদ্দা বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। কিন্তু ফিরতি ফ্লাইটের প্রস্তুতির সময় এয়ারক্রাফটের একই চাকার ত্রুটি নিয়ে বিপাকে পড়েন পাইলট ও ক্রুরা। যাত্রীরা ততক্ষণে বোর্ডিং সম্পন্ন করে লাউঞ্জে অপেক্ষায় ছিলেন। তবে পাইলট জানিয়ে দেন, চাকার এই অবস্থায় ফ্লাইট চালানো সম্ভব নয়।

ফ্লাইটে থাকা দুজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার চাকা মেরামতের চেষ্টা করলেও তা সফল হয়নি। পরে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ঢাকা থেকে মঙ্গলবার বিকেলে একটি সিডিউল ফ্লাইটে বিকল্প চাকা পাঠানো হবে। সেই চাকা পৌঁছালে জেদ্দায় তা প্রতিস্থাপন করে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

এই অবস্থায় ফ্লাইট ক্রুদের নিজ নিজ হোটেলে ফেরত পাঠানো হয়েছে এবং যাত্রীদেরও জেদ্দায় হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২২ জুলাই) স্থানীয় সময় রাত ১টায় ফ্লাইটটি জেদ্দা থেকে রওনা হয়ে সিলেট হয়ে বুধবার দুপুর নাগাদ ঢাকায় পৌঁছাবে।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবারও ঢাকা-দুবাই ফ্লাইটের একটি বিমানের চাকা ফেটে গিয়ে এমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের যান্ত্রিক ত্রুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize