দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাজনৈতিক দলকে জানাল কমিশন

Party chief cannot become prime minister, commission tells political parties

জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে—একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। তবে কোনো দল চাইলে জাতীয় সনদে এ সিদ্ধান্তের বিপক্ষে ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করতে পারবে।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের সংলাপে এ তথ্য জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আলোচনার শুরুতেই তিনি এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

Consensus commission meeting wit

আলী রীয়াজ বলেন, অধিকাংশ রাজনৈতিক দল প্রধানমন্ত্রী হিসেবে দলীয় প্রধানের দায়িত্ব পালনের বিপক্ষে মত দিয়েছে। তবে বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও আম জনতার দল একই ব্যক্তির হাতে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা পদ রাখার পক্ষে মত দেয়। অন্যদিকে জামায়াত, এনসিপি ও আরও কয়েকটি দল এর বিরোধিতা করে।

তিনি আরও জানান, যে দল বা জোট ভিন্নমত পোষণ করে, তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবে। কমিশনের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়েছে, চাইলে তারা সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে পারেন। তবে আগের নীতিমালার আলোকে তাদের ভিন্নমত রেকর্ড করার সুযোগ থাকবে।

এদিন আলোচনার সূচিতে আরও অন্তর্ভুক্ত ছিল—প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সংক্রান্ত প্রস্তাব, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচন কমিশনসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত বিধানের ওপর আলোচনা।

আলোচনার শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize