জনবহুল এলাকায় যুদ্ধবিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Writ seeking ban on faulty aircraft in populated areas

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে জনবহুল এলাকায়  যুদ্ধবিমান উড্ডয়ন নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এই রিট আবেদনটি দায়ের করেন।

রিটটি বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়। দুপুর ১টায় শুনানির সময় নির্ধারণ করা হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

রিটে প্রশ্ন তোলা হয়েছে— বিমানবাহিনীর অধীনে বর্তমানে কতগুলো ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান রয়েছে এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ কীভাবে পরিচালিত হচ্ছে। আদালতের মাধ্যমে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া দুর্ঘটনায় আহত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি ও আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে।

এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের সিদ্ধান্ত দেশের সামরিক উড্ডয়ন নিরাপত্তা ও জনসুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize