শিক্ষার্থীদের তোপের মুখে আইন উপদেষ্টা

Legal advisor faces student fire

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করতে এসে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২২ জুলাই) সকালে তিনি কলেজ ক্যাম্পাসে আসেন এবং বেলা সাড়ে ১০টার দিকে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবন পরিদর্শন করেন।

ভবন থেকে ফেরার পথে উপস্থিত শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে “ভুয়া, ভুয়া” স্লোগান দিতে শুরু করে। তিনি কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও পরিস্থিতি শান্ত হয়নি। এরপর তিনি কলেজের ৫ নম্বর ভবনের দিকে এগোলে শিক্ষার্থীদের একই ধরনের স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Asif nazrul original 1753162611

বিমান দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবি নিয়ে মঙ্গলবার সকাল ১১টা থেকে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’। এ সময় দিয়াবাড়ী গোলচত্বরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

এ অবস্থায় কলেজ প্রশাসনের কর্মকর্তাদের কয়েকটি গাড়ি কলেজ চত্বর ত্যাগ করলে, শিক্ষার্থীরা সেগুলোকেও ঘিরে ধরে “ভুয়া, ভুয়া” স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের পরিচয় প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রকাশ, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল ও প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিমানটিতে এককভাবে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির উড্ডয়ন করছিলেন বলে আইএসপিআর সূত্রে জানানো হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize