২২ জুলাই ২০২৫ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। দুর্ঘটনায় পাইলটসহ ২৭ জনের মৃত্যুর ঘটনায় সংগঠনটি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
এই শোকাবহ মুহূর্তে রাষ্ট্রীয় শোকের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতি মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে সব সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এমন জাতীয় দুর্যোগের সময় বিনোদন কার্যক্রম স্থগিত রাখাই মানবিকতা।
আরও পড়ুন
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল সোমবার রাতে এক লিখিত বিবৃতিতে বলেন, “উত্তরার দিয়াবাড়ীতে বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিশু শিক্ষার্থীদের মৃত্যু এবং বহু আহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমরা আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আমরা সিনেমা হল মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছি—সব ধরনের চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ রেখে এই শোক পালনে অংশগ্রহণ করুন।” এ সিদ্ধান্তে দেশের সকল সিনেমা হল একদিনের জন্য বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সোমবার দুপুরে একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। এতে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয় এবং দেড় শতাধিক মানুষ আহত হন, যাদের মধ্যে অধিকাংশই স্কুলের শিশু শিক্ষার্থী।