রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এই সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করছে জাতিসংঘ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে। বিশেষ করে, শিশুদের মর্মান্তিক মৃত্যু জাতিসংঘকে গভীরভাবে ব্যথিত করেছে।
এছাড়া, দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জাতিসংঘ জানায়, এই দুঃখজনক পরিস্থিতিতে জাতিসংঘ বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে রয়েছে। জাতিসংঘ আন্তরিকভাবে আশা করে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই শোক কাটিয়ে উঠতে শক্তি পাবে।
আরও পড়ুন
ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে জাতিসংঘ একাত্মতা প্রকাশ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এ সময় জাতিসংঘ পুনরায় এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকারের প্রতি সহানুভূতির বার্তা পৌঁছে দিয়েছে।