জুলাই যোদ্ধাদের জন্য থাকছে না কোন কোটা

There will be no quota for july warriors.

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা সংরক্ষণ করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের পুনর্বাসন বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন উপদেষ্টা। কোটা সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, “না, সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না।”

তিনি আরও জানান, পুনর্বাসন কার্যক্রমের আওতায় চাকরি বা ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা নেই। তবে যাঁরা আত্মকর্মসংস্থানে আগ্রহী, তাঁদের জন্য প্রশিক্ষণ, হাঁস-মুরগি বা গবাদিপশু পালনের মতো প্রকল্পসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। ব্যক্তির যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে বলেন, “মুক্তিযোদ্ধারা মহান, তাঁদের অবদান অনস্বীকার্য। জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুলনা করা ঠিক নয়। এখানে মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ টানা উচিত হবে না।”

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণে রেখে সরকারের পক্ষ থেকে কিছু কর্মসূচি গ্রহণ করা হলেও, চাকরি সংক্রান্ত কোনো বিশেষ সুবিধা বা কোটাভিত্তিক ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা আপাতত নেই।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize