বিদেশ ভ্রমণ মানেই সাধারণ ধারণায় পাসপোর্ট ও ভিসার ঝক্কি পোহানো। কিন্তু এবার ভারতীয় পর্যটকদের জন্য এসেছে সুখবর। বেশ কিছু দেশ রয়েছে যেখানে ভিসার জন্য পূর্ব আবেদন না করেও ঘুরে বেড়ানো সম্ভব। শুধুমাত্র পাসপোর্ট থাকলেই পাওয়া যাবে অন অ্যারাইভাল ভিসা—সরাসরি বিমানবন্দরে গিয়ে নির্ধারিত ফি দিয়ে সেই দেশের অনুমতি মিলবে ঘুরে দেখার।
কম খরচে ভিসা ছাড়াই ঘুরে আসার এই তালিকায় রয়েছে পাঁচটি জনপ্রিয় গন্তব্য—কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। কম্বোডিয়ায় মাত্র ২,৩১৬ টাকার বিনিময়ে ৩০ দিনের অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও একই খরচে পাওয়া যাবে একই মেয়াদের ভিসা। মালদ্বীপ ১৪ দিনের জন্য ভিসা দেয়, খরচ প্রায় ৩,৭৪৪ টাকা। থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় যথাক্রমে ১,৮৩৪ টাকা ও ১,৬৫৫ টাকায় ৩০ দিনের অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়।
এই সব দেশে যাওয়ার জন্য আপনার লাগবে একটি বৈধ পাসপোর্ট, একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, ফিরে আসার বিমানের টিকিট এবং হোটেল বুকিংয়ের প্রমাণ। এই প্রক্রিয়া সহজ হওয়ায় পর্যটকদের আগ্রহ বাড়ছে এসব দেশে ভ্রমণে।
আরও পড়ুন
এছাড়া নেপাল এবং ভুটানে যেতে পাসপোর্টেরও প্রয়োজন পড়ে না। ভারতীয় নাগরিকরা ভোটার আইডি বা আধার কার্ড দিয়েই প্রবেশ করতে পারেন এই দুই দেশে, এবং ভিসারও দরকার নেই। ফলে যাদের পাসপোর্ট নেই, তারাও বিদেশ ভ্রমণের স্বাদ পেতে পারেন সহজেই।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো—ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের প্রায় ৫৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এর মধ্যে রয়েছে কাতার, মায়ানমার, ম্যাকাও, মরক্কো, উগান্ডা, ইরান, কেনিয়া, জিম্বাবুয়ে, সেশেলস, মরিশাসসহ একাধিক দেশ। ফলে বিদেশ ভ্রমণের স্বপ্ন আর শুধু শখের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, তা এখন বাস্তবের কাছাকাছি।