বিমান মন্ত্রণালয়ের প্রকল্প নির্ধারিত সময় ও বাজেটের মধ্যেই শেষ করার নির্দেশ

Aviation ministry orders completion of projects within schedule and budget

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়সীমা ও বাজেটের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রবিবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

সভায় উপদেষ্টা বলেন, “উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে টেকসই ও কার্যকর অবকাঠামো নিশ্চিত করতে হবে, যাতে দেশের জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল পায়।”

সভায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা ও কার্যক্রমে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা উন্নয়ন কার্যক্রমে গতি আনার ওপর গুরুত্ব দেন।

পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize