প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

Jamaat ameer thanks chief advisor

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরার পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার (২০ জুলাই) সকাল ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, সোহরাওয়ার্দী উদ্যানে অসুস্থ হয়ে পড়ার পর প্রধান উপদেষ্টা তার খোঁজখবর নিয়েছেন এবং প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন। তিনি লিখেছেন, “তার এই সহমর্মিতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন।”

এর আগে শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি। দ্বিতীয়বার আবার বক্তব্য দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে পড়েন এবং শেষে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৯টা ১৫ মিনিটে তিনি বাসায় ফিরে আসেন।

ডা. শফিকুর রহমান আরও জানান, অসুস্থ হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বহু রাজনৈতিক নেতা, চিকিৎসক, উপদেষ্টা ও ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ তার খোঁজ নিয়েছেন এবং দোয়া করেছেন।

পোস্টে তিনি দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “তাদের ভালোবাসা ও দোয়ার জন্য আমি ঋণী। মহান আল্লাহ যেন আমাকে বাকি জীবন মানবতার সেবায় কাজ করার তাওফিক দান করেন।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize