নীলফামারীতে বহুল আলোচিত ভিসা প্রতারণা চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত সেলিমকে আটক করেছে সেনাবাহিনী। ভিসা প্রতারণা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শনিবার (১৯ জুলাই) তাকে আটক করা হয়।
উত্তরাঞ্চলের জেলা নীলফামারীজুড়ে গড়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, যারা উন্নত দেশে পাঠানোর লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
চক্রটি ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশে ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে নিঃস্ব করেছে। শুধু কিশোরগঞ্জ থানাতেই এই চক্রের বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়েছে। তবে নানা আইনি ফাঁকফোকর এবং প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় চক্রটি এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।
আরও পড়ুন
সেলিম নামে এক ব্যক্তি এই চক্রের মূল হোতা। ইতোমধ্যেই তিনি প্রতারণার টাকা দিয়ে নীলফামারীতে একটি বিলাসবহুল বাড়ি গড়ে তুলেছেন। পুলিশের একাধিক অভিযানে তাকে আটক করা সম্ভব না হলেও, গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর সেনাবাহিনী সরাসরি অভিযান চালিয়ে তাকে আটক করে।
সেলিমকে আটকের পর এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে স্থানীয়রা বলছেন, চক্রের অন্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে, না হলে প্রতারণা আবারও মাথাচাড়া দিতে পারে।