এনসিপির দুই নেতার পদত্যাগ

Two ncp leaders resign

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) গঠনের এক মাসের মধ্যেই ফেনীর সোনাগাজী উপজেলা কমিটির দুই সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন।

শুক্রবার (১৮ জুলাই) রাতে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাসে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন। গত ২০ জুন এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সোনাগাজী উপজেলা কমিটির ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল, যেখানে তারা সদস্য হিসেবে মনোনীত হন।

Image 206358 1752994450

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ইঞ্জিনিয়ার আলাউদ্দিন সংক্ষিপ্তভাবে জানান, তিনি উপজেলা কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছেন। অপরদিকে ইসমাইল হোসাইন বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এবং রাজনৈতিক কারণে মামলা-হামলার শিকার হয়েছেন। এনসিপির কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে পূর্বে কোনো আলোচনা হয়নি এবং তিনি তাদের কোনো কর্মসূচিতেও অংশ নেননি বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা এনসিপির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন জানান, আলাউদ্দিন তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে তিনি উপজেলা কমিটিতে কাজ করতে আগ্রহী নন, বরং জেলা পর্যায়ে কাজ করতে চান। তাকে সে অনুযায়ী পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ইসমাইল হোসেনের বিষয়ে তিনি বলেন, কোনো আনুষ্ঠানিক জানানো ছাড়াই হঠাৎ তার পদত্যাগের খবর ফেসবুকের মাধ্যমে জানা গেছে। এনসিপির সোনাগাজী উপজেলা কমিটিতে হঠাৎ এই দুই সদস্যের পদত্যাগ স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize