‘ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি’

'the 24th mass uprising did not take place to enslave washington'

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, “ওয়াশিংটনের গোলামি করার জন্য ২০২৪ সালের গণঅভ্যুত্থান হয়নি।” তিনি দাবি করেন, শহীদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তা নতুন ষড়যন্ত্রের ফাঁদে পড়তে যাচ্ছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, “২০২৪ সালে দলীয় দাসত্বের শিকল ভেঙে ফেলেছি, এখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।”

মামুনুল হক সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলে বাংলাদেশে ওয়াশিংটনের প্রভাব বিস্তারের যেকোনো চক্রান্ত রুখে দেওয়া হবে। বাংলাদেশে এ ধরনের কোনো আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম চালাতে হলে জনগণের ম্যান্ডেট নিতে হবে।”

তিনি আরও বলেন, “তিনদিনের অস্থায়ী মেহমান সরকার জাতির জন্য নীতি নির্ধারণ করতে পারে না। এ দায়িত্ব কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকারেরই।”

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কাজ করার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ও কুড়িগ্রাম জেলা আমির মুফতি ইব্রাহিম খলিল নোমানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize