নার্স নিয়োগ দেবে সেনাবাহিনী, আবেদন করতে পারবেন বিবাহিতরাও

Recruitment for the post of nurse in the army, applications are ongoing

বাংলাদেশ সেনাবাহিনী নারীদের জন্য নার্স পদে নিয়োগ দিতে ৪২তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশনের (এএফএনএস) আওতায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (এএফএনএস) শুধুমাত্র নারীদের জন্য এই সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যা চলবে আগামী ২ আগস্ট, ২০২৫ পর্যন্ত।

আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি অর্জন করতে হবে এবং ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। পাশাপাশি, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫০ থাকতে হবে। আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ জানুয়ারি তারিখে সর্বোচ্চ ২৬ বছর হতে হবে এবং বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

এই পদে বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও বিধবা নারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন কমপক্ষে ৪৬ কেজি (১০০ পাউন্ড)। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১,০০০ টাকা (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

নিয়োগপ্রাপ্ত নার্স অফিসাররা সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী সরকার নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাসহ বেতন ভাতা পাবেন। পাশাপাশি, তাঁরা নিরাপদ পরিবেশে বাসস্থানের সুযোগ, সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসা এবং সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীরা সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের মাধ্যমে দেশের সেবায় যুক্ত হতে ইচ্ছুক ও যোগ্য নারীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize