হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৯ জুলাই) সকালে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ক্যানোপি এলাকা থেকে মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬) নামে দুই ব্যক্তিকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। তারা প্রাইভেটকারে পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তা ঠেকিয়ে দেন।
তল্লাশির সময় তাদের ব্যবহৃত সিলভার রঙের প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ৩৭-৫২৫৪) টুলবক্সে লুকিয়ে রাখা ১৩টি কফি রঙের ছোট ব্যাগ থেকে ২২ ক্যারেট মানের মোট ১,৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা। আইনানুগ প্রক্রিয়ায় স্বর্ণালঙ্কারগুলো জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দর-কেন্দ্রিক স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। তারা বিদেশ থেকে আসা অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব স্বর্ণ বাংলাদেশে আনয়ন করে এবং নিজেরা রিসিভার হিসেবে কাজ করে আসছিল।
আরও পড়ুন
এই ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫-ডি ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি দিয়ে এই অপরাধ করেছেন।
এ বিষয়ে এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, চোরাচালান রোধে বিমানবন্দরে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারি চালানো হয়। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ায় এপিবিএন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।