বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

Home affairs advisor inspects third terminal at shahjalal

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের জন্য প্রয়োজনীয় জনবল নির্ধারণ এবং যাত্রীসেবার উন্নয়নের উদ্দেশ্যে আজ (১৯ জুলাই) সকালে টার্মিনালটি পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি জানান, নতুন টার্মিনালের অপারেশন চালুর আগে কত জনবল লাগবে, তা নির্ধারণ করতেই মূলত এ সফর। একইসঙ্গে বিদেশগামী ও আগত যাত্রীদের ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা, হয়রানি ইত্যাদি সরেজমিনে দেখতে এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে।

উপদেষ্টা বলেন, “তৃতীয় টার্মিনালটি অত্যন্ত আধুনিক ও সময়োপযোগীভাবে নির্মিত হয়েছে। এর নির্মাণকাজ প্রায় ৯৯.১৮ শতাংশ শেষ হয়েছে। কবে নাগাদ আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই টার্মিনাল চালু হলে যাত্রীসেবায় যে সকল জটিলতা এতদিন ছিল, তা অনেকটাই দূর হবে।

এ সময় তিনি গোপালগঞ্জে সাম্প্রতিক ঘটনার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, “ঘটনার তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করবে এবং সবকিছু জনগণের সামনে উপস্থাপন করবে।” তিনি আরও জানান, নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন। প্রয়োজনে এসব মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

সফরকালে উপদেষ্টা টার্মিনাল ১ ও ২-ও পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। যেসব সমস্যা সামনে আসে, সেগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize