হোটেলে ১০ নারী আটক: জনতার ভিড়, সেনাবাহিনী মোতায়েন

10 women detained in hotel crowds gather, army deployed

বগুড়ার শহরতলীর বারপুর এলাকায় ‘ড্রিম প্যালেস’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ জন নারী ও ২ জন পুরুষকে আটক করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানের পর হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটককৃতদের দেখতে স্থানীয় জনগণ হোটেল এলাকায় ভিড় করতে শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর সহায়তা নেয়া হয়। তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সেনাবাহিনী ও স্থানীয়দের বরাতে জানা যায়, জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে। অভিযান চলাকালে কয়েকজন নারীকে আটক করা হলে, জনতার কৌতূহল বাড়তে থাকে এবং তারা আটক ব্যক্তিদের দেখার জন্য জোরালো হট্টগোল শুরু করে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

পরবর্তীতে সেনাবাহিনীর প্রহরায় আটক ব্যক্তিদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত এলাকা ত্যাগ করে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের সঙ্গে জনতার কোনো সংঘর্ষ হয়নি, তবে জনতার চাপ ও নিরাপত্তাজনিত শঙ্কায় সেনাবাহিনীর সহায়তা নেয়া হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, অভিযানের সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যায়। আটক ব্যক্তিরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize