সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ জুলাই) এই অভিযানে অংশ নেয় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ একাধিক বিওপি (বর্ডার আউট পোস্ট)।
প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা এলাকার পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, রূপচর্চার পণ্য, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। এসব চোরাচালান পণ্য সীমান্তপথে বাংলাদেশে আনার চেষ্টা চলছিল বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালায়। সেখানে ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট, স্কিন সাইন, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেডসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত সব পণ্যের বাজারমূল্য আনুমানিক ছয় কোটি টাকা। এসব মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযানের মাধ্যমে আবারও তা প্রমাণিত হয়েছে।” তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।