প্রবাসীর গাড়িতে ডাকাতি, মালামাল লুট

Expatriate's car robbed, goods looted

কুমিল্লার দেবিদ্বারে এক সৌদি প্রবাসীর গাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) গভীর রাতে দেবিদ্বার-চান্দিনা সড়কের নবীয়াবাদ এলাকায় সংঘটিত এই ঘটনায় অস্ত্রের মুখে প্রায় ২৮ লাখ টাকার নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান মালামাল লুটে নেয় ডাকাতরা।

ভুক্তভোগী আশিকুর রহমান (২৭) উপজেলার মোহনপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আশিকুর জানান, রাত ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্যাক্সি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ভোর ৪টার দিকে নবীয়াবাদ এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি ডাকাতদল তার গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে আক্রমণ চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ইকামা, ব্যাংক কার্ড, আট ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, সৌদি রিয়াল, মার্কিন ডলার, একটি ল্যাপটপ ও মোবাইল ফোনসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় তিনি দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, প্রবাসীর দায়ের করা অভিযোগটি আমরা গ্রহণ করেছি। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারেরও চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকেও অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize