অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে বিতর্কে এসআই ক্লোজড

Si closed in controversy for hanging out with someone else's wife

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুলকে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

ওসি জানান, এসআই মাহবুব হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলাপরিপন্থী আচরণের অভিযোগ ওঠায় তাকে থানা থেকে প্রত্যাহার করে মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র মতে, বৃহস্পতিবার সন্ধ্যায় মাহবুব হোসেন নগরীর বেলস পার্কে এক নারীকে সঙ্গে নিয়ে ঘুরতে যান। ওই নারী সম্পর্কে জানা যায়, তিনি একজন বিবাহিত এবং তার স্বামী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাতেনাতে আটক করেন। এসময় স্থানীয় লোকজনের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে এসআই মাহবুব জনরোষ এড়াতে ঘটনাস্থল ত্যাগ করেন, তবে ওই নারীকে রেখে যান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে শুক্রবারই এসআই মাহবুবকে ক্লোজড করার নির্দেশ দেন। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize